অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২১ | How to make money online for free. Make money online.
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২১
কোন ক্ষেত্রে কাজ করতে গেলে আপনার চেষ্টা আর ইচ্ছে টা দরকার সব থেকে বেশি। একটা অফিসে জশেন করে আপনি কাজ নাহ্ করলে মাস শেষে
বেতন কি আপনার চেহারা দেখে দিবে?
একটা ভালো জবের আসায় আপনি পড়াশোনা করে চাকরি জন্য তৈরি হন।।(নিজের চাকরির জন্য কতটা ইনভেস্ট করেন ছোট থেকে হিসেব করে দেখবেন) আপনি একটা রিক্স কিনে যদি নাহ্ চালান পেসেন্জার নাহ্
খুজেন মানুষ কি ভাড়া বাসায় এসে দিয়ে যাবে? (রিক্সা চালাতেও ইনভেস্ট করতে হয়।। নিজের টাকায় কিনো নাহ্ হয় ভাড়ায় নাও)
সকল ক্ষেত্রে কাজের জন্য ইনভেস্ট বলতে কথা থাকবেই। কেউ
ফ্রি তে ১ পয়সাও দেয় নাহ্।।
এখন আসি কাজের সাইড টা নিয়ে কিছু বলতে ফরসেজ & ফিউচার ট্রন।।
এখানে নিজের একাউন্ট করতে ফরসেজ ১০৮০৳। & ফিউচার ট্রোনে একাউন্ট করতে ১৮০ট
এখানে আপনার কাজ হচ্ছে কিছু সংখ্যক রেফার করা ১০-১৫.. যার রেফার করার এবেলিটি আছে তোর জন্য এ কাজটি,
নিজের আত্ম বিশ্বাস এর উপরে সব কিছু।। এ বিষয়ে জানতে আমাকে নক করার আগে ইউটিউব গুগল দেখে নিতে পারেন
।। এটা মালিকানা বিহিন সাইড ওফ হয়ে যাবে পেমেন্ট পাবো ইচ্ছা করলে নক দিতে পারেন ।। জশেন হওয়া টিম ওয়ার্ক করা পরের ব্যাপার।
নাহ্ এমন কোন ভয় নেই। কারো ভালো লাগলে বা জানতে
আর প্রতারকরা দূরে থাকুন।
Inbox link : Inbox me
No comments