ভালিমায় মুভিতে মোট ৩ টি বাইক রেসিং সিন করতে গিয়ে Accident! Ajith Kumar.
Accident! Ajith Kumar
মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভালিমায় মুভিতে মোট ৩ টি বাইক রেসিং সিন থাকবে। অজিত কুমার একবার বাইক সহ একশন সিন করতে গিয়ে এক্সিডেন্ট করেন। কিন্তু তিনি আহত হওয়ার পর নিজের চেয়ে বেশি চিন্তায় ছিলেন বাইক নিয়ে। বাইকটা নষ্ট হয়ে গেছে নাকি না সেটা জানতে তিনি ওই সময় বেশি আগ্রহী ছিলেন। বাইক ভেঙে নষ্ট হওয়ার পরে অজিত নিজ খরচে ১৮ লক্ষ্য রুপি দিয়ে নতুন আরেকটা বাইক কিনে এনেছিলেন যাতে মুভির শুটিং বন্ধ না হয়। এই মুভির শুটিংয়ের জন্য আহত হয়ে অজিত কুমার গত বছর কয়েকদিন বিছানায় ছিলেন।
No comments