Header Ads

Header ADS

Movie : Oru Yamandan Prema Kadha bangla full explanied.Comedy, Drama.Movie explanition

Movie : Oru Yamandan Prema Kadha bangla full explanied.Comedy, Drama.Movie explanition

 Movie : Oru Yamandan Prema Kadha

Language : Malayalam ( English & Bengali Subtitle Available)
Genre : Comedy, Drama
IMDb : 5.3/10

Cast : Dulquer Salmaan, Soubin Shahir, Nikhila Vimal & others


গল্পঃ
গ্রামের এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও লাল্লুর গ্রামের কিছু সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব এবং চলাফেরা। লাল্লু জীবনে এমন কাউকে ভালোবাসতে & বিয়ে করতে চায় যার প্রথম দেখাতেই লাল্লুর স্পার্ক হবে কিন্তু হাজার চেষ্টা এবং খোঁজাখুঁজির পরেও তেমন কাউকে পাচ্ছেনা লাল্লু। অন্যদিকে লাল্লু বিয়ে না করলে তার ছোট ভাইও বিয়ে করতে পারছে না। এমতাবস্থায় একদিন লাল্লুর পত্রিকায় এক নিখোঁজ মেয়েকে দেখে স্পার্ক জাগে এবং মেয়েটার খোঁজে সে এবং তার বন্ধুরা নেমে পড়ে।
তাঁরা কি মেয়েটিকে খুঁজে পাবে, মেয়েটির সাথে আসলে কি হয়েছে এবং সেই মেয়েটির কি লাল্লুকে পছন্দ হবে ?? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে সিনেমাটা।

সিনেমার কমেডিই সিনেমার প্রান। দুলকার,সৌবিন থেকে শুরু করে অন্য যারা যারা ছিল তাদের কমেডি টাইমিং দুর্দান্ত। এছাড়াও অন্ধের চরিত্রে অভিনয় করা ছেলেটিয় অভিনয় অসাধারণ ছিল।
সিনেমার সিনেমাটোগ্রাফি, অভিনয় এবং লোকেশন বেশ ভালো ছিল।
সিনেমার রানটাইম একটু কম, নেগেটিভ ক্যারেক্টার শক্তিশালী এবং অহেতুক যুক্ত মাসালা গুলো না থাকলে সিনেমাটা আরো ভালো হতো।

যাদের কমেডি সিনেমা দেখতে পছন্দ এবং যারা দুলকার সালমানের ফ্যান তাদের অব্যশই সিনেমাটা ভালো লাগবে।

No comments

Powered by Blogger.