Meetha movie review.Meetha বাংলা রিভিউ।Movie explanition.
Genre - Comedy, Drama
Filmed By - Priyadarshan
⚠️
শচীন টিচকুলে পেশায় একজন ঠিকাদার। ভাগ্য খুবই খারাপ, যে কাজ হাতে নেন ওই কাজের বারোটা বাজিয়ে ছাড়েন।
আর প্রিয়দর্শন এই দুটি নামই মুভি দেখার কারণ হিসেবে যথেস্ট। বলিউডে অন্যতম প্রিয় কম্বো এটি। Bhool Bhulaiyaa, De Dana Dan, Garam Masala, Khatta Meetha, Hera Pheri মুভিগুলো দেখে বড় হয়েছি। টিভিতে রিপিট টেলিকাস্টে যতবারই দিতো দেখতাম। বোর হতাম না। এর বিশেষ কারণ বোধহয় প্রিয়দর্শন+অক্ষয় জুটি।
অক্ষয় কুমার যেকোনো ক্যারেক্টারে নিজেকে মানিয়ে নিতে পারেন সেটা বায়োপিক হোক বা কমিক। ভালোবাসার আরেক নাম অক্ষয় ❤️। এই মুভিতে অক্ষয়ের কমিক টাইমিং আর ডায়লগ ডেলিভারি ছিল মুগ্ধ করার মতো। সাথে রাজপাল যাদব আর জনি লিভার ছিল বোনাস হিসেবে। তাদের তিনজনকে এক মুভিতে পাওয়া মানে কমেডির কোনো কমতি থাকবেনা। নেগেটিভ শেডে জয়দীপ আহলাওয়াত দুর্দান্ত ছিলেন। তৃষা কৃষ্ণানের প্রথম এবং একমাত্র বলিউড মুভি এবং অভিনয় যথেস্ট ভালো ছিল। উনাকে সবসময়ই ভালো লাগে। সাপোর্টিং কাস্টে বাকিদের অভিনয় ও বেশ ভালো ছিল।
মেকিং খুব ভালো ছিল। প্রিয়দর্শনের এই মুভিটায় একটা মেসেজ দেয়ার চেস্টা করা হয়েছে। মেসেজটা ভালো ছিল। স্ক্রিনপ্লে খুব ভালো। ডায়লগ গুলো বেশ মজাদার ছিল। কিছু ডায়লগের কথা মনে পড়লে আজও হেসে ফেলি। কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফী মুগ্ধ করার মতো। লোকেশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত লেগেছে।
বলিউডের প্রিয় কমেডি মুভিগুলোর মধ্যে প্রিয় একটি Khatta Meetha ❤️ মন খারাপ থাকলে মাঝেমধ্যে দেখি।
No comments