কেমন ছিল Money Heist : পঞ্চম সিজনেও 'মানি হাইস্ট'-এর সিজন ওয়ানে বুঁদ গোটা বিশ্ব || La Casa de Papel
Money heist netflix web series season 5 review
Series Name:La casa De papel (Money heist)
IMDb:8.3,Rotten Tomatoes:93%,96% Google users liked this show
Part 5, Volume 1
No spoiler
এই বছরের সবচেয়ে হাইপড এন্ড awaited সিরিজের নাম যদি জিজ্ঞাস করা হয়,তাহলে নিঃসন্দেহে বলা যায় “লা কাসা ডে পাপেল aka Money heist” এর নাম।সিরিজটি এর প্রথম সিজন থেকেই ছিলো জনপ্রিয়তার শীর্ষে।কিন্তু সিজন 3/4 এর দিকে এসে যেনো সিরিজটি একটু হোচট খায় এর স্ক্রিপ্ট এর জন্য।কিন্তু সিজন 5 এ এসে এটি এক নতুন চমকের মাধ্যমে আবারো সবার মন জয় করেছে।একশন এবং থ্রিলারে ভরপুর প্রতিটি এপিসোডে এক মুহূর্ত দম ফেলার সময় রাখেনি makers রা।এক বসায় ৫ টি এপিসোড শেষ করেছি,এক মুহূর্তর জন্যও বোর ফিল হয় নি।
প্রিতিটি character তাদের অভিনয়ে ছিলো অনবদ্য।নেগেটিভ character আর্তুরো নিজের অভিনয় এমন উচ্চতায় নিয়ে গেছে যে সকলেই তার মৃত্যু কামনা করছে।একজন অভিনেতার এটাই সার্থকতা।
সিরিজটির পজিটিভ অনেক দিক আছে।একশন, ভি এফ এক্স,ডায়লগ সবই ছিলো অনবদ্য।নেগেটিভ দিক বলতে আমার চোখে যা পরেছে তা হলো অনেক বেশি ফ্লাশব্যাক সিন ছিলো। তাছাড়া আর কোনো নেগেটিভ দিক আমার চোখে পরেনি। সমলোচনার জবাব দিতে Netflix যে খুব ভেবে এই সিজন টা বানিয়েছে তা এর makings দেখলেই বুঝা যায়।
পরিশেষে বলবো Money heist একটি অসাধারন ending এর
দিকে যাচ্ছে।
Personal rating: 8.5/10
No comments