Aaestro movie remake in explanation. Andhadhun movie remake version. Movie explanation.
Mmaestro movie remake in telugu
Andhadhun movie remake version
Maestro is a 2021 Indian Telugu-language black comedy crime thriller film directed by Merlapaka Gandhi and produced by Shresht Movies. The film stars Nithiin, Tamannaah, and Nabha Natesh while Jisshu Sengupta and Naresh play supporting roles .(wekipedia)
দেখে নিলাম Andhadhun মুভির তেলেগু রিমেক ভার্সন। রিমেক মুভি দেখতে না চাইলে মুভিটা এড়িয়ে যাবেন।
Movie: Maestro 2021
62%
19:04a.m.
Genre: crime I Thriller
Country: India
Language:Telugu
Director: Merlapaka Gandhi
IMDB Rating: 7.3/10
My Rating: 7/10
#মুভির_গল্পঃ [নো স্পয়লার ]
বলিউডের জনপ্রিয় Andhadhun মুভি দেখেন নি এমন মুভি প্রেমী খুবই কম পাওয়া যাবে এজন্য মুভির গল্প না বললেই চলবে।
#মতামত:- অন্ধ পিয়ানো বাদক অর্জুন চরিত্রে নিথীন বেশ ভালো অভিনয় করেছেন তারচেয়ে বেশি ভালো লেগেছে নিজে অন্ধ হয়েও অন্য একজন অন্ধ কে রাস্তা দেখিয়ে দেওয়া টা। সিমরান চরিত্রে তামান্না দুর্দান্ত ছিলো দারুন অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত লুকে বেশ ভালোই দেখাচ্ছিলো। সাউথে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত ভাবে গড়ে তুলতে চেষ্টা করছেন যিশু সেনগুপ্ত এবং তিনি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই, দারুন অভিনয়ের পাশাপাশি সুদর্শন ভিলেন হিসেবে পারফেক্ট মনে হয় মুভিতে বেশি ভালো লাগার মধ্য যিশু সেনগুপ্ত বেশি ভালো লেগেছে যদিও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটুগ্রাফি অনেক ভালো ছিলো, বি জি এম যথেষ্ট মান সম্পন্ন ছিল যদিও অরজিনাল টার তুলনায় পিয়ানোর সুর গুলো কিছুটা পিছিয়ে ছিলো। হাতে যথেষ্ট সময় থাকলে ও রিমেক মুভি দেখার ইচ্ছে হলেই মুভিটা একবার দেখে নিতে পারেন।
#পরিশেষে:- রিমেক মুভি হলেও অরজিনাল টার মতোই লেগেছে সময় নষ্ট হয় নি আমার। রিমেক মুভি দেখার অভ্যাস না থাকলে মুভিটা এড়িয়ে যাবেন আর সদারচর এমন গল্পের মুভি দো বার দেখলে খারাপ লাগবে না আশাকরি বাকিটা আপনার ইচ্ছে।
~হ্যাপি ওয়াচিং~
No comments