Kaithi movie explanation bangla
Kaithi movie explanation bangla
Name: Kaithi
Language : Tamil,hindi
Imdb: 8.51
Genre: Action, Thiller
একজন বাবা তার মেয়ে কে কতটুকু ভালোবাসে সে নিজেও যানে না। ছেলে সন্তানের থেকেও বেশি একজন বাবা তার মেয়েকেই ভালোবাসে। যদি বাবা মরার আগেও তার মেয়ের জন্য কিছু করে যেতে পারে তবে সে খুশি খুশি মরতে পারে।
কাইথি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষীয় অ্যাকশন রোমাঞ্চকর ঘরানার ভারতীয় চলচ্চিত্র, যার কাহিনীকার ও পরিচালক ছিলেন লোকেশ কানাগারাজ।চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন কার্থি এবং নারাইন ও ধীনা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।
তহালকা স্পয়লার
সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে সদ্য মুক্তি পাওয়া এক কয়েদি "ডিল্লী"কে ঘিরে, যে তার মেয়ের সাথে প্রথমবার
দেখা করার উদ্দেশ্যে যাওয়ার পথে সন্দেহবশতঃ পুনঃগ্রেফতার হয়। যখন এক পার্টিতে কতিপয় পুলিশ অফিসার ষড়যন্ত্রমূলক ড্রাগ বিষক্রিয়ার শিকার হন, তখন ইন্সপেক্টর বিজয় ডিল্লীকে তার মেয়ের সাথে দেখা করিয়ে দেওয়ার পরিবর্তে অসুস্থ পুলিশ অফিসারদের একটা লরীতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য রাজী করায়। ডিল্লী, বিজয় ও লরীর মালিক হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং পথে অপরাধীদের ও সময়ের সাথে যুদ্ধ করে গন্তব্যে পৌঁছায়। যাত্রাপথে তারা একটা পুলিশ স্টেশনকে আক্রমনের হাত থেকেও রক্ষা করে
মুভিতে সবার অভিনয় ই জোসসস ছিলো যার কারনে আলাদা করে কিছু বলবো না।
তবে একরাতের কাহিনি কেই নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে। তাও কোন বিরক্ত হওয়ার টাইম নেই।
কার্থির অভিনয় নিয়ে কিছু বলার নেই।
পারসোনাল রেটিং ৮/১০
No comments