মুন্সিগিরি ওয়েব সিরিজ explanation | Chanchal Chowdhury | web series
মুন্সিগিরি ওয়েব সিরিজ explanation
Web Film - Munshigiri
Run time - 85 minutes
Director - Amitabh Reza Chowdhury
Platform Chorki
[যেহতু বাংলাদেশের তৈরি তাই আপনাদের আহব্বান জানাচ্ছি Chorki থেকে দেখার জন্য ]
ত শুরু করা যাক
শিবব্রত বর্মনের লেখা গল্পে স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজার এই ওয়েব ফিল্ম নিয়ে হাই এক্সপেকটেশন ছিল আমার। কারণ এই লেখকের গল্পের ভিত্তিতে চরকির এন্থলজি ওয়েব সিরিজ "ঊনলৌকিক খুব ভাল লেগেছিল।
প্রথমেই কালার গ্রেডিং ভাল লাগেনি। ওটিটি প্ল্যাটফর্ম এর জন্য বানানো এই ফিল্মে কেমন জানি নাটকের ফিল পেয়েছি। পুরোটা দেখে মনে হলো ডিরেক্টর খুব তাড়াহুড়ো করেছেন। এই কাজগুলো ঠিকঠাক থাকলে ভাল হতে পারত।
#নো_স্পয়লার
অপরদিকে, অভিনয়ে চঞ্চল চৌধুরী ভাল অভিনয় করেছেন। পুরো ফিল্মে সে তার অভিনয় ভালভাবেই করে গেছেন। প্রথমবার ওটিটি প্ল্যাটফর্ম এ এসে পূর্নিমাও ভাল অভিনয় করেছেন। তাকে আরো বেশিসময় স্ক্রিটাইম দিলে ভাল হতো। মুন্সির স্ত্রীর চরিত্রে শবনম ফারিয়ার অভিনয় সাবলীল। পাশাপাশি গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম এবং অন্য অভিনয়শিল্পীরা ভাল অভিনয় করেছেন।
চিত্রনাট্য মোটামুটি ভাল ছিল। কিন্তু যদি আরো ডিটেইলিং ভাবে করা হতো ভালভাবে কানেক্ট হওয়া যেত। কেন জানি মনে হয়েছে গল্প অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
অমিতাভ রেজার কাজ হিসেবে একপ্রকার হতাশই হয়েছি। আ ডিটেইলিং ভাবে ডিটেক্টিভ এই গল্পটা স্ক্রিণে আনা যেত। কিন্তু উপভোগ এর হাই এক্সপেকটেশন নিয়ে দেখা যাবে না একদমই। চাইলেই দেখতে পারেন।
তবে ডিটেক্টিভ গল্প নিয়ে আমাদের দেশে কাজ শুরু হয়েছে এটা খুব ভাল দিক। ভবিষ্যতে আরো হোক এটাই চাই। দেশীয় প্ল্যাটফর্ম এ সাবস্ক্রিপশন করে দেখা উচিত। আপনিও সাবস্ক্রিপশন করে দেখুন।
হ্যাপি ওয়াচিং।
boom
ReplyDelete