Alice in Borderland (2020-) জাপানিজ | Alice in borderland vs squid game
Alice in Borderland (2020-)
Obsessed gamer Arisu suddenly finds himself in a strange, emptied-out version of Tokyo in which he and his friends must compete in dangerous games in order to survive. (Netflix)
[Netfix official information : Obsessed gamer Arisu suddenly finds himself in a strange, emptied-out version of Tokyo in which he and his friends must compete in dangerous games in order to survive.]
Alice in Borderland (2020-) ভাষাঃ জাপানিজ (ইসাব,বিসাব)।
:
জনরাঃ অ্যাকশন,ফ্যান্টাসি,মিস্ট্রি,থ্রিলার,সাই-ফাই। আইএমডিবিঃ৭.৭/১০।
রোটেন টমেটোসঃ ৮৩% ফ্রেশ। পার্সোনাল রেটিংঃ ৮.০/১০।
★★★হাল্কা স্পয়লার ★ ★ ★
কাহিনী সংক্ষেপঃ কারুবে,ছোতা ও আরিসু তিন বন্ধু।একই দিনে আরিসু বাসা থেকে বের হয়ে এসেছে,কারুবের চাকুরি চলে গেছে আর ছোতা চাকুরি ছেড়ে দিছে।এরপর তিন বন্ধু মিলে একসাথে দেখা করে আড্ডা দিচ্ছিলো,এর কিছুক্ষণ পর ই তারা আবিষ্কার করলো শহরে শুধুমাত্র তারা তিনজন ব্যতীত আর কেউ নাই,প্রত্যেকেই উধাও হয়ে গেছে এবং তারা একটা গেমের ভিতর চলে আসছে। যেখানে যে কেউ প্রতি গেম জিততে পারলে তিনদিন পর্যন্ত বাঁচতে পারে পরবর্তীতে ৩দিন পার হওয়ার আগেই তাদের অন্য গেমে অংশ নিয়ে জিতে সেই মেয়াদ বাড়িয়ে নিতে হয়,কেউ গেমে অংশগ্রহণ না করলে তারা মারা যাবে এছাড়া গেমে হারার পরিণাম ও একই মৃত্যু।
হঠাৎ করে শহরে প্রায় প্রত্যেকে উধাও হয়ে গেলো কিভাবে,এর পিছনে আছেই বা কারা!? এই মরণঘাতী গেমের শেষ কোথায়?
"Alice in Borderland" সিরিজটা তৈরি হয়েছে একই নামের মাঙ্গার উপর ভিত্তি করে।সম্প্রতি কোরিয়ান স্কুইড গেইম আর এই সিরিজের কনসেপ্ট একইসিরিজের স্টোরি বেশ ভালো। শুরুর ৪ টা এপি অসাধারণ ছিলো এরপর সিরিজিটা ড্রামাটিক হয়ে যায় যেজন্যে এরপর থেকে একটু কম ভালো লাগছে আমার তবে বোরিং কখনোই ফিল করবেন না।সিরিজে আমার প্রিয় এপিসোড ৩ ই,এই এপিসোড সবচেয়ে সেরা ছিলো আমার কাছে ।সিরিজের স্কিনপ্লে দারুণ বোরিং হওয়ার প্রায় কোনরকম চ্যান্স ই দিবে না।অভিনয়ে লিড রোলে আরিসু চরিত্রে Kento Yamazaki অভিনয় আমার মতে আরো বেটার হওয়া উচিৎ ছিলো।অন্যদিকে কম স্কিনপ্লে পেলেও Nijiró Murakami দূর্দান্ত অভিনয় করেছে। এছাড়া বাকি সবাই বেশ সাবলীল ছিলো তাদের চরিত্রে।সিরিজের বিজিএম দারুণ ছিলো,একদম কনসেপ্টের সাথে যেরকম বিজিএম দরকার ছিলো সেরকমই। সিরিজের সিনেমাটোগ্রাফি ও বেশ ভালো ছিলো।সিরিজের ২য় সিজন ইতিমধ্যে কনফার্ম করা হয়েছে যেটা সম্ভবত এই বছরের শেষে মুক্তি পেতে পারে।সর্বোপরি,স্কুইড গেইমের সাথে এটার তুলনা দিলে আমার কাছে স্কুইড গেইম ই বেটার ছিলো কারণ হিসেবে বেটার সেট ডিজাইন,স্টোরি ডেপড,দারুণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর নিখুঁত অভিনয় বিষয়গুলা বলবো তবে এটাও বেশ উপভোগ্য ছিলো যাদের স্কুইড গেইম পছন্দের আশাকরি তাদের এটা ভাল্লাগে।
No comments