Header Ads

Header ADS

"The broker" bangla explanation

"The broker" bangla explanation 


[ব্লগ পড়া শেষ হলে চলে যান zee 5 সম্পুর্ন  চলচিত্রটি দেখার জন্য,দেখলেই আরও বুঝবেন কত মাস্টারপিস]

... কিছু মানুষ আছে তারা লোহা ধরলে লোহা হইয়া যায় সোনা, আর আমি যা এই ধরি সব কয়লা হইয়া যায় কয়লা


এই সংলাপ&টা নিয়ে অনেক্ষন ভাবলাম যে, মানুষ কত ভাবে


ব্যর্থ হলে এই কথা বলতে পারে। আমাদের সমাজে এমন অনেকেই আছে যাদের কিছুতেই কিছু হচ্ছে না তারা বার বার ব্যর্থ হয়েই যাচ্ছে। এই রকমেই একজন ব্যর্থ যুবকের গল্প নিয়েই এই ওয়েব ফিল্মটি।


বলছিলাম আবু হায়াত মাহমুদ পরিচালিত ওয়েব ফিল্ম


"THE BROKER" এর কথা। যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা সহ আরো অনেকে।


প্রথমেই বলবো মোশাররফ করিম এর কথা। মাঝে মাঝে ভাবি যে এই মানুষটা কিভাবে পারে এতো নিখুঁত অভিনয় করতে। এই কাজটিতে সব আলো সে একাই কেড়ে নিয়েছে। শুধু এই ফিল্মেই না তার অভিনিত সব কাজের চরিত্রগুলোর ভিতরেই তিনি ঢুকে যান সাবলিল ভাবে।


তাছাড়া অর্ষা, সহিদুল্লাহ সবুজ তারা চরিত্র অনুযায়ী ঠিকঠাক অভিনয়টা করতে পেরেছে।


এই ফিল্মের সবচেয়ে ভালো লেগেছে যে দিকটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুবেই ভালো লেগেছে। তাছাড়া আবু হায়াত মাহমুদ এর পরিচালিত কাজগুলোর নির্মান ভালোই হয়ে থাকে বরাবরের মতো এই কাজটিও একটি সুন্দর নির্মান।


সবমিলিয়ে কাজটি উপভোগ করার মতো।


যারা এখনও দেখেননি তারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে।


দেখতে পারবেন শুধু ZEE5 এ...

#zee_5


No comments

Powered by Blogger.