Header Ads

Header ADS

খাঁচার ভেতর অচিন পাখি on Chorki !

 খাঁচার ভেতর অচিন পাখি on Chorki !

খাঁচার ভেতর অচিন পাখি on Chorki !

Shakib Chowdhury reviews খাঁচার ভেতর অচিন পাখি on Chorki !


| Rating - দারুণ |


বললে ভুল হবে না, রায়হান রাফি হচ্ছেন সেই চলচ্চিত্র নির্মাতা যার কাজের জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। মৌলিক চিন্তাধারা থেকে সেটাকে সম্পূর্ণ রূপে বাস্তবায়ন করার ব্যাপারটা তিনি খুব গোছানো ভাবে করেন। এবং তার সবসময়কার প্রচেষ্টা - কাহিনীর শেষাংশে একটা চমক দেয়া - এটা যখন ঠিকঠাক মত হয় তখন গল্পটা আসলেই অন্য লেভেলে চলে যায়। খাঁচার ভেতর অচিন পাখি খুব সুন্দর করেই রায়হান রাফির এই প্রথা তুলে ধরেছে।  


গত বেশ কয়েক বছর ধরেই আমরা প্রতিনিয়ত পত্রিকায় একটা খবর দেখি - কোন ব্যবসায়ী অথবা রাজনৈতিক নেতা গুম হয়েছেন। কোন মতেই তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এই ছবির মূল কাহিনী এই গুম হওয়া নিয়ে। শুরুতেই দেখবেন পাখি নামে এক মহিলা চাকরির ইন্টার্ভিউর জন্য একটা কারখানায় হাজির হয়। কোন এক কারনে সে আটকা পরে যায় সেখানে। পুরো কারখানা বন্ধ, কোন লোকজন নাই। পাখি যখন মরিয়া হয়ে বের হবার পথ খুঁজছে তখন সে আবিস্কার করে ফিরোজ খান নামে এক লোক, যাকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। এই বন্দি জীবন, কেন তাকে এখানে রাখা হয়েছে, ইত্যাদি নিয়েই মূল কাহিনী। 


দ্যা গুড - একদম নতুন ধরণের গল্প। দারুণ ক্যামেরার কাজ, পরিপক্ত অভিনয়, চমৎকার আলোকসজ্জা, মানানসই আবহ সঙ্গীত, নিখুত সম্পদানা - এ সব মিলে একটা পরিপূর্ণ বিনোদন। তবে ছবিটা কিন্তু গুরুগম্ভীর । মাঝখানে মনে হতে পারে উফ, এত কষ্ট আর নিতে পারছি না। তখন ধৈর্য ধরে দেখতে থাকেন। সবুরে মেওয়া ফলবে। 


দ্যা ব্যাড - ঘুরে ফিরে আবার আসতে হয় আবহ শব্দের কারুকার্যে। মুন্সিগিরি ছবিটাতেও (ভালো ছবি, অবশ্যই দেখবেন) আবহ শব্দ নিয়ে সমস্যা ছিল। এখানেও কিছুটা আছে। চরিত্রের নিশ্বাসের শব্দ পাচ্ছি, কিন্তু তার হাটার শব্দ হঠাৎ করে নাই। নিশ্চই স্যান্ডেলের আওয়াজ নিশ্বাসের আওয়াজ থেকে বেশি। সর্বাঙ্গীণ ভাবে আবহ শব্দের কাজ ঠিকঠাক হয়েছে কিন্তু এই হঠাৎ করে শব্দ অন্তর্হিত হত্তয়া আমার সিনেমার জগতে হারিয়ে যাবার ব্যাপারটায় বিঘ্ন ঘটিয়েছে। ছবির আবহ সঙ্গীত আর শব্দ - এই দুটো জিনিস যে বাকি আর সবকিছুর মতই গুরুত্বপূর্ণ সেটা আমরা যতদিন বুঝব না, ততদিন পিছিয়ে থাকব। 


আরেকটা বিশয় যেটা আরেকটু ভালো হতে পারত হচ্ছে গল্পের শেষ। আপনি দেখলেই বুঝবেন যে কাহিনীর একটা স্বাভাবিক শেষ মুহূর্ত ছিল। সেখানে অথবা সেটার কাছাকাছি কোথাও শেষ করলে চমকটা ১০০% অসাধারণ হত। কিন্তু সেই মুহূর্ত নির্মাতা সুন্দর করে বুঝিয়ে বলতে গিয়ে গল্পটা লম্বা করেছেন। যে কারনে ছবির শেষটুকু যতটা স্মার্ট হতে পারত, তা হয়নি। আমি মনে করি এই জায়গাটায় নির্মাতা একটু ভুল পরিকল্পনা অথবা ভুল উপস্থাপনা করেছেন। তবে এটা সম্পূর্ণ সাব্জেক্টিভ ব্যাপার।


দ্যা অসহ্য - কোন কিছুই অসহ্য না।  


দ্যা শেষ কথা - আমাদের আসেপাসে কি হচ্ছে সেখান থেকে অনুপ্রেরনা নিয়ে রায়হান রাফি চেষ্টা করেন নতুন আঙ্গিকের গল্প বলতে। এবারো তাই করেছেন। এবং খুব সুন্দর করে করেছেন। আমি খুবই উপভোগ করেছি খাঁচার ভেতর অচিন পাখি। আপনিও দেখে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো। বিশ্বব্যাপী মহাসমারহে চলছে চরকি অ্যাপ-এ।

No comments

Powered by Blogger.